বিনোদন ডেস্ক : কোনো ধরনের প্রচার ছাড়াই মুক্তি পেয়েছিল দুলকার সালমান, মৃণাল ঠাকুর ও রশ্মিকা মানদানা অভিনীত ‘সীতা রামমের’ হিন্দি ডাব। সেই সংস্করণও মূল ছবিটির মতো সমাদর পেয়েছে।
সীতা রামমের হিন্দি ডাব নিয়ে সাম্প্রতিক প্যান-ইন্ডিয়া অন্য রিলিজের মতো হৈচৈ ছিল না। তখন প্রচারে ছিল একাধিক রেকর্ডধারী বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এমন পরিস্থিতিতে অল্প কয়েকটি পর্দায় মুক্তি পায় কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত এই প্রেম কাহিনী।
হনু রাঘবপুদি পরিচালিত মূল ‘সীতা রামম’ তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষায় মুক্তি পায় ৫ আগস্ট। এর একমাস পর গত ২ সেপ্টেম্বর মুক্তি পায় হিন্দি ডাবটি।
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, হিন্দি সংস্করণটি দুই সপ্তাহ শেষে প্রায় ৫ কোটি রুপি আয় করে। সীমিত প্রচার ও শো অনুযায়ী হিন্দি বলয়ে ‘সীতা রামম’ হিট বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এ ছাড়া ডাব সংস্করণের ক্ষেত্রে ছবির মূল নির্মাণ ব্যয়কে লাভ-ক্ষতির হিসাবের মধ্যে রাখা হয় না।
৩৫ কোটি রুপি বাজেটের বিপরীতে এ ছবির দক্ষিণ ভারতীয় সংস্করণের আয় প্রায় ৬০ কোটি রুপি। আর বৈশ্বিক আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। এ ছাড়া গত আগস্ট ওটিটিতে মুক্তি পর বেশ জনপ্রিয়তা পেয়েছে।
‘সীতা রামম’ মুক্তির মাধ্যমে মালায়ালাম তারকা দুলকার সালমান নিজেকে আরেকবার প্রমাণ করলেন। তবে সবচেয়ে লাভবান হয়েছে নায়িকা ঠাকুর মৃণাল ঠাকুর। টেলিভিশনের জনপ্রিয় এ তারকা সিনেমায় ততটা সুবিধা করতে পারেননি এতদিন। কিন্তু নতুন ছবির কারণে সোশ্যাল মিডিয়ায় তরতর করে বেড়েছে তার ভক্ত। এক মাসেরও কম সময়ে ৪৬ লাখ থেকে ইনস্টাগ্রামে অনুসরণকারী দাঁড়িয়েছে ৫৩ লাখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।