জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমাদের সীমান্তগুলোতে ফেলানীর মতো কাউকে ঝুলে থাকতে দেখতে চাই না। এমন হত্যাকাণ্ড আর চাই না। যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে তাহলে তার বিচার করতে হবে।’
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বড়মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁওয়ের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বাচনে ভূমিকা রাখে তাহলে কেন অবৈধভাবে সীমান্তের দিকে ঝুঁকতে হবে। নিজের ভোটাধিকার প্রয়োগে নির্দিষ্ট একটি মার্কা অর্থাৎ নৌকা মার্কায় নিজেকে ফিক্সড করে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সে কারণে আপনাদের মূল্য কমে গিয়েছে।’
কোটা সংস্কার আন্দোলনের ওই সমন্বয়ক বলেন, ‘ভাববার সময় এসেছে, দ্বিতীয় স্বাধীনতাও শুরু হয়েছে। এরা আপনার জন্য কথা বলে কাজ করে। যে আপনাকে জবাবদিহি করতে প্রস্তুত, আপনি সবসময় তার জন্য কথা বলুন; তার পক্ষে কাজ করুন। আপনি যদি কোনো অন্যায়কে সমর্থন করেন। কোনো না কোনো দিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন।’
তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁওয়ের প্রত্যেকটি অফিসে দালাল, টাকা ছাড়া কাজ হয় না। এ বিষয়গুলোর ছাত্র-সমাজ কোনোদিন সমর্থন করে না। আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দেবেন। তারা এসব চান না বলে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। আগামীর যে বাংলাদেশ, সেই দেশের যে পররাষ্ট্রনীতি হবে, সেটি হবে ছাত্রজনতার মতামতের ভিত্তিতে।’
এ সময় অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের ১৩ জন প্রতিনিধিসহ স্থানীয় ছাত্রজনতা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।