জুমবাংলা ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তের কুমারগাতি এলাকায় বিএসএফের গুলিতে উকিল মিয়া (৩৫) নামের বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে ভারতের সীমানায় ১০৯২ পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উকিল মিয়া পার্শ্ববর্তী হারিয়াকোনা গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে। গরুর ব্যবসা করতেন তিনি।
কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের পার্শ্ববর্তী রাবার বাগান এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।