জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোরে ঠাকুরপুর সীমান্ত থেকে ভারতের সাড়ে ৩শ’ গজ ভেতরে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক জানান, শনিবার রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের পাশ দিয়ে ঠাকুরপুর গ্রামের ৬ জন ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়।
গরু নিয়ে দেশে ফেরার পথে ভারতের মালুপাড়া ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় বিএসএফের গুলিতে ওমেদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানায় বিজিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।