জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে তরিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। গুলিবিদ্ধ তরিকুল উপজেলার পাড়িয়া ইউনিয়নের দোগাছি মধুপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র।
সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে পাড়িয়া সীমান্তে তরিকুল তার তরমুজ ক্ষেত দেখতে গেলে এই ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাড়িয়া ইউনিয়নের সীমান্ত এলাকায় নিজের তরমুজ ক্ষেত দেখতে গেলে বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল আলম বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলার তরিকুল নামের এক ব্যক্তিকে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।