নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার হাঁপানিয়া সীমান্ত থেকে সাতজন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ.কে এম আরিফুল ইসলাম পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল (৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২) এবং সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভোরে ২৩১/১০(এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ.কে এম আরিফুল ইসলাম পিএসসি জানান, আটককৃতদের ফিরিয়ে আনার জন্য বিএসএফ’র সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।