অর্থনীতি ডেস্ক : সীমান্তে সড়ক নির্মাণের একটি প্রকল্পে ১০২ কোটি টাকা ব্যয় বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানা পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রী বলেন, ময়মনসিংহ এবং নেত্রকোণা জেলা অংশের সীমান্তে সড়ক নির্মাণের একটি প্রকল্পের কাজ চলছে। সে প্রকল্পে সংশোধন করে ১শ ২ কোট টাকা বাড়িয়ে সাড়ে ৫শ কোটি টাকায় এ প্রকল্প আবারো অনুমোদন দেয়া হয়েছে। এতে মেয়াদকালও বাড়ানো হয়েছে ২০২১ সাল পর্যন্ত।
ধাপে ধাপে দেশের সব সীমান্তে মহাসড়ক নির্মাণ করা হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, কবে নাগাদ সব সীমান্ত এলাকায় মহাসড়ক নির্মাণ সম্পন্ন হবে তা এ মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ এটি অনেক দীর্ঘ মেয়াদি পরিকল্পনা।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, মোংলাসহ অন্যান্য বন্দরে অত্যাধুনিক স্ক্যানার মেশিন বসানোর জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এদিন ৭ টি প্রকল্প অনুমোদন পায়। মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৪শ ৬০ কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।