আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের লুজার্নে করোনাভাইরাস টিকা নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। বুধবার লুজার্নের স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
তবে টিকা গ্রহণের ফলে সৃষ্ট কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে এ ব্যক্তির মৃত্যু হয়েছে কি-না এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি।
লুজার্নের স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র বলেছেন, ইতোমধ্যে আমরা তার মৃত্যুর বিষয়টি সুইসমেডিককে অবহিত করেছি। প্রয়োজনীয় পরীক্ষা শেষে সুইসমেডিক কী সিদ্ধান্ত দেয়, সেটার ওপর ভিত্তি করে আমরা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলতে পারব।
এছাড়া কখন এ ব্যক্তি টিকা গ্রহণ করেছিলেন এবং কোন সময়ে তার মৃত্যু হয়েছে, সে বিষয়েও বিস্তারিতভাবে কোনো তথ্য জানায়নি লুজার্নের স্থানীয় প্রশাসন।
এর আগে গত ১৯ ডিসেম্বর সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রক সংস্থা সুইসমেডিক দেশটিতে আনুষ্ঠানিকভাবে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা ব্যবহারের অনুমিত দেয়। যার ধারবাহিকতায় গত ২৩ ডিসেম্বর থেকে প্রথম ধাপে টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়।
বিগত কয়েক দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েক লাখ মানুষকে ইতোমধ্যে করোনা টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকের অ্যালাৰ্জিসহ বিভিন্ন ধরনের মৃদু ও ক্ষণস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মিললেও এবারই প্রথম মৃত্যুর খবর এল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।