দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ অন্তবর্তী সরকার। এ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা হবে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করেই আমদানি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সব মিলিয়ে এখানে ব্যয় হবে ১ হাজার ৪৯৬ কোটি ৩৭ লাখ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। যাচাই-বাছাই ও আলোচনার পরে প্রস্তাবটি কমিটিতে অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। আমদানি করার পেছনে মত ব্যয় হতে যাচ্ছে ১ হাজার ৪৯৬ কোটি ৩৭ লাখ টাকা।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে সুইজারল্যান্ডের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস ও পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো (৯-১০ মার্চ ২০২৫ সময়ের জন্য ১০) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
এতে ব্যয় হবে ৭৫৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ৬৭২ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৫.৭৩ মার্কিন ডলার।
এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে সিঙ্গাপুরের মের্সাস গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকেই আরেক কার্গো (১৫-১৬ মার্চ ২০২৫ সময়ের জন্য ১১তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭৪১ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৮ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৫.৪৭ মার্কিন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।