জুমবাংলা ডেস্ক : সিলেটে বন্ধুদের সঙ্গে হোটেলের সুইমিংপুলে সাঁতার কাটার সময় পানিতে ডুবে রৌদ্র দত্ত নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর মির্জাজাঙ্গালের হোটেল নির্বানা ইনের সুইমিংপুলে এ ঘটনা ঘটে।
নিহত রৌদ্র দত্ত নগরীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে নগরীর জিন্দাবাজার এলাকার মৃত প্রিয়লাল দত্ত ও রেখা রানী দত্ত দম্পতির একমাত্র ছেলে।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, সুইমিংপুলে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নামার কিছুক্ষণের মধ্যে রৌদ্রকে দেখতে না পেয়ে বন্ধু ও হোটেলের কর্মচারীরা তার খোঁজ করেন। একপর্যায়ে সুইমিংপুলের নিচে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে রৌদ্রকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই খবর শুনে রৌদ্রের মা-বোনসহ আত্মীয়-স্বজনেরা ওসমানী হাসপাতালে ছুটে যান। সেখানে স্বজন-সহপাঠীদের কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ওসমানী হাসপাতালে অন্যান্যদের মধ্যে ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। তিনি নিহতের মায়ের বরাত দিয়ে বলেন, রৌদ্র সাঁতার জানতো না। ম্যাসেঞ্জার গ্রুপে যোগাযোগের মাধ্যমে ৪-৫ জন বন্ধুর সঙ্গে সে নির্বানা ইনে গিয়েছিল। সেখানে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, খবর পেয়ে লালাবাজার ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো বিষয় রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। পাশাপাশি হোটেলের প্রয়োজনীয় সকল লাইসেন্স ও অনুমতি রয়েছে কি-না, তাও দেখা হবে।
গত ৪ মার্চ বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার সিলেট জেলা পর্যায়ের উৎসবে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যালয় দলের বিতার্কিক ছিলেন রৌদ্র দত্ত। গত ২৭ মার্চ অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় রৌদ্রদের দল সেমিফাইনালে উন্নীত হয়েছিল। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান সমকালকে বলেন, আমরা অসম্ভব সম্ভাবনাময় এক শিক্ষার্থীকে অকালে হারালাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।