জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি আবাসিক হোটেল থেকে মো. আলামিন (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়।
সুইসাইড নোটে লেখা ছিল- শহীদ নামে এক ব্যক্তির কাছে টাকা পাওনা ছিল।
রোববার রাত ১০টায় উপজেলার চৌমুহনীর করিমপুর এলাকার সমবায় মার্কেটের ঢাকা আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫৩৫ নং কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মো. আলামিন নরসিংদী পৌরসভার কো-অপারেটিভ জুট মিলস এলাকার হাজারী পদ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, আলামিন গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়।
রবিবার সন্ধ্যার দিকে ওই ভাড়া কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে হোটেলের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।