স্পোর্টস ডেস্ক : অবশেষে প্রথমবারের মতো বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারালো ব্রাজিল। ক্যাসেমিরো’র একমাত্র গোলে আসরের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেইমারবিহীন সেলেসাওরা।
ম্যাচের ৮২ মিনিটে ক্যাসমিরোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর একাধিক আক্রমণ চালিয়ে গেলেও আর কোন গোলের দেখা পায়নি ব্রাজিল। ক্যাসমিরোর ওই গোলেই অবশেষে জয় নিশ্চিত করে ব্রাজিল। আর এতেই দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ-১৬ নিশ্চিত করলো তিতের শিস্যরা।
ফিফা র্যাংকিংয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও আজকের আগে বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারাতে পারেনি তারা। এর আগে, বিশ্বকাপের ইতিহাসে দুইবার সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। দুইটি ম্যাচই শেষ হয় ড্র’তে।
১৯৫০ সালে বিশ্বকাপে প্রথমবারের মত মুখোমুখি হয় ব্রাজিল-সুইজারল্যান্ড। সেই ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। এরপর সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমাররা। সেই ম্যাচটিও ড্র হয় ১-১ গোলে।
উল্লেখ্য, ব্রাজিল-সুইজারল্যান্ড এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ব্রাজিল জয় লাভ করেছে চার ম্যাচে, সুইজারল্যান্ডের জয় দুই ম্যাচে। আর বাকি চার ম্যাচ ড্র হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।