জুমবাংলা ডেস্ক : সারাদেশে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। তাই দেশের আট বিভাতে কিডনি হাসপাতাল করা হবে বলে সুখবর দিয়েছেন জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ট্রান্স ফ্যাট নির্মূল করি, হৃদরোগের ঝুঁকি কমায়’ শীর্ষক আলোচনা ও অ্যাডভোকেসি ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে অনেক উন্নয়ন হয়েছে। বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ার স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন জেলা, উপজেলার হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। কিছুদিন আগেই ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় থাকা হার্টের ও ক্যানসার চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ করা হবে।’-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেছেন।
মন্ত্রী বলেন, ‘দেশে প্রায় ৮ থেকে ৯ লাখ অর্থাৎ ৬৫ শতাংশ মানুষ মারা যান নন-কমিউনিকেবল ডিজিজে। আর হার্টের অসুখ নন-কমিউনিকেবল ডিজিজ এর মধ্যে অন্যতম। এই ৬৫ শতাংশের মধ্যে ৩০ শতাংশ লোক হার্টের অসুখের কারণে মারা যান।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।