বিজনেস ডেস্ক : চলতি বছর ২০১৯-এর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এফডিআই-প্রবাহ ১০৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র প্রকাশ পেয়েছে।
দেশে নিবন্ধিত যৌথ এবং শতভাগ বিদেশী বিনিয়োগের বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের অর্থ আসে ব্যাংকিং চ্যানেলে। প্রতিষ্ঠানগুলোর ওপর এন্টারপ্রাইজ সার্ভে বা সমীক্ষা চালিয়ে এফডিআই পরিসংখ্যান সংকলন করে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর নিট নিজস্ব মূলধন বা ইকুইটি, আয়ের পুনর্বিনিয়োগ বা রিইনভেস্টেড আর্নিংস ও আন্তঃপ্রতিষ্ঠান ঋণ বা ইন্ট্রা কোম্পানি লোন—এ তিন ভাগে এফডিআই-প্রবাহ হিসাব করা হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে এফডিআই-প্রবাহ ১০৩ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার। ২০১৮ সালের একই সময়ে এ প্রবাহের পরিমাণ ছিল ৫০ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ডলার। এ হিসাবে এফডিআই-প্রবাহ বেড়েছে ১০৫ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে নিট ইকুইটি-প্রবাহ ছিল ১৯ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১১ কোটি ১২ লাখ ২০ হাজার ডলার। এ হিসাবে ইকুইটি-প্রবাহ বেড়েছে প্রায় ৭২ শতাংশ।
রিইনভেস্টেড আর্নিংসের পরিমাণ চলতি বছরের প্রথম প্রান্তিকে ছিল ৩৬ কোটি ৪৮ লাখ ২০ হাজার ডলার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩২ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ডলার। এ হিসাবে রিইনভেস্টেড আর্নিংস-প্রবাহ বেড়েছে ১২ শতাংশ।
চলতি বছর জানুয়ারি থেকে মার্চ সময়ে ইন্ট্রা কোম্পানি ঋণপ্রবাহ ছিল ৪৭ কোটি ৯৭ লাখ ৩০ হাজার ডলার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ কোটি ৭৬ লাখ ডলার। এ হিসাবে ইন্ট্রা কোম্পানি ঋণপ্রবাহ বেড়েছে ৬০৯ শতাংশ। অর্থাৎ প্রথম প্রান্তিকে এফডিআই-প্রবাহ বেড়েছে মূলত আন্তঃপ্রতিষ্ঠান ঋণপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে।
এফডিআই-প্রবাহের দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি প্রবাহ ছিল চীনের। দেশটির নিট এফডিআই প্রথম প্রান্তিকে ছিল ৩৯ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলার। এ প্রবাহের ৯৪ শতাংশই এসেছে বিদ্যুৎ খাতে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিসিপিসিএল) হাত ধরেই প্রথম প্রান্তিকে চীনের এফডিআই-প্রবাহ ছিল সবচেয়ে বেশিG
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।