সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানের গায়ক ভারতের বীরভূম জেলার সেই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এবার নতুন গান বানালেন।
কাঁচা বাদামের পর এবার তিনি নিয়ে এলেন ‘আমি বাদাম বেচে খাই’।
আগের ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানটি দিয়ে ভারত-বাংলাদেশসহ বিশ্বজুড়ে ভাইরাল হলেও সেই গানের জন্য কোনো টাকা-পয়সা পাননি এই বাদাম বিক্রেতা।। এতদিন ধরে তার গানের খ্যাতি পেলেও যোগ্য সন্মান পাননি এই মানুষটি।
সাইকেল আবার কখনো পুরোনো বাইকে করেই গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে গান করে বাদাম বিক্রি করেন ভুবনবাবু। আচমকাই তার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ভাইরাল হয়। তার গান দিয়ে রিমেক তৈরী করে অন্যরা টাকা উপার্জন করলেও আসল মানুষটি কানাকড়িও উপার্জন করতে পারেননি। এই কারণে পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি।
তবে এবার বাদামকাকুর স্বপ্নপূরণ হল। ভক্তদের জন্য দিলে সুখবর। গায়ক হওয়ার আরেক ধাপ এগিয়ে গেলেন। গানের রেকর্ডিং ষ্টুডিওতে গান গাইলেন তিনি। জনপ্রিয় ইউটিউবার উত্তম কুমার মন্ডলের সাথে নতুন ডুয়েট গান ‘জিএসটি লাগবে এবার বাদামে’ রেকর্ড হল। গানটি ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকেই ভাইরাল হতেও শুরু করেছে ইতিমধ্যে। গোটা একটা অ্যালবাম তৈরী হয়েছে যাতে মোট ৯টি গান থাকছে। গানগুলি একে একে ইউটিউবেই রিলিজ করা হবে। এতদিন পর যোগ্য সম্মান পেলেন ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।