বিনোদন ডেস্ক : পরকীয়াকে সমর্থন, প্রচার বা এর গোপন তত্বের খোঁজ মিলবে না এখানে। স্বভাবতই প্রশ্ন আসতে পারে কে এই নুসরাত? পশ্চিমবঙ্গের ফিল্প ইন্ডাস্ট্রির দর্শকপ্রীয় নায়িকা তিনি।
‘আমি বয়সে বড় হওয়ায় কোনওদিন সুখী হতে পারনি স্মিতা?’ অশোক সান্যাল যখন স্মিতাকে এই প্রশ্ন করেন, তখন স্বামীকে উত্তর না দিয়ে পাস ফিরে শুয়ে পড়েন স্ত্রী। বিছানায় কথপোকথনকারী দু’টি চরিত্রের একজন নুসরত জাহান এবং অপরজন আবীর চট্টোপাধ্যায়। করোনার ধকল কাটিয়ে টালিউডে মুক্তিপ্রতিক্ষিত ফিল্ম ‘ডিকশনারির’ ট্রেলারে আবীর-নুসরতের এই দৃশ্য প্রকাশ্যে আসার পরই তা মন কেড়ে নেয় দর্শকদের।
ব্রাত্য বসুর নয়া ছবি ডিকশনারির হাত ধরে এবার ফের একসাথে স্ক্রিন শেয়ার করছেন নুসরত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়। এই ছবিতেই নুসরত এবং আবীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতা থেকে যিনি ছেলেকে পুরুলিয়ায় পাঠান পড়াশোনার জন্য। কলকাতা থেকে পুরুলিয়ায় গিয়েই অশোক এবং স্মিতার সংসারে ঢুকে পড়েন সুমন। এরপর থেকেই বৌদি স্মিতার সঙ্গে সুমনের সম্পর্কের সূত্রপাতের চিত্র উঠে আসে ডিকশনারির ট্রেলারে।
অশোক সান্যাল এবং স্মিতার সংসারে সুমনের প্রবেশ এবং তাঁর সঙ্গে বৌদির পরকীয়া সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন এবং জটিলতাকে তুলে ধরা হয়েছে এই ছবির ট্রেলারে। বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে ডিকশনারি ফিল্মটি তৈরি করেছেন নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।