বিনোদন ডেস্ক : আজ বাংলা সিনেমার এক অবিস্মরণীয় নাম সুচিত্রা সেনের জন্মদিন। রূপালি পর্দায় যিনি শুধু অভিনয় করেই নয়, দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছিলেন, সেই মহানায়িকার জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল, বাংলাদেশের সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে তার নানাবাড়িতে। সুচিত্রা সেনের প্রকৃত নাম ছিল রমা দাশগুপ্ত।
জীবনের শুরু ও প্রথম সিনেমা
১৯৫২ সালে ‘শেষ কোথায়’ নামের একটি ছবির মাধ্যমে সুচিত্রা সেনের রূপালী পর্দায় অভিষেক ঘটে। দুর্ভাগ্যবশত, ছবিটি আর মুক্তি পায়নি। তবে সেই হতাশার মধ্যেও তার পরের ছবি ‘সাড়ে ৭৪’ তাকে এনে দেয় দুর্দান্ত খ্যাতি। উত্তম কুমারের সঙ্গে এই ছবি বাঙালি দর্শকের মাঝে বিপুল সাড়া ফেলে। তখন থেকেই শুরু হয় উত্তম-সুচিত্রা জুটির জয়যাত্রা।
উত্তম-সুচিত্রার অমর রসায়ন
উত্তম কুমারের সঙ্গে প্রায় ৩০টি ছবিতে জুটি বেঁধে কাজ করেন সুচিত্রা সেন। তাদের রসায়ন রোমান্টিক সিনেমার সংজ্ঞা বদলে দেয়। ‘কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার’—এই গানে সুচিত্রার উপস্থিতি আজও অগণিত দর্শকের মনে গেঁথে আছে। বিশেষ করে ‘হারানো সুর’ ছবির সেই দৃশ্য আজও আবেগে ভাসিয়ে তোলে বাংলা সিনেমার দর্শকদের।
চলচ্চিত্র জীবন ও উল্লেখযোগ্য কাজ
সুচিত্রা সেন অভিনয় করেছেন মোট ৬১টি ছবিতে। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দেবদাস’ (১৯৫৫), ‘হারানো সুর’ (১৯৫৭), ‘দীপ জ্বেলে যাই’ (১৯৫৯), ‘সপ্তপদী’ (১৯৬১), ‘সাত পাকে বাঁধা’ (১৯৬৩), ‘উত্তর ফাল্গুনী’ (১৯৬৩), ‘সাগরিকা’ (১৯৬৫) এবং ‘আন্ধি’ (১৯৭৫)। তার প্রতিটি ছবিই বাংলা ও হিন্দি চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছিল।
শেষ বিদায়
২০১৪ সালের ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেল ভিউ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সুচিত্রা সেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। কোটি ভক্ত তখন চোখের জলে বিদায় জানায় এই অমর অভিনেত্রীকে।
সুচিত্রা সেনের জন্মদিন শুধু একটি তারিখ নয়, এটি বাংলা চলচ্চিত্রের গর্বের এক স্মরণীয় দিন। এই দিনে রূপালি পর্দার সেই অনন্য অভিনেত্রীকে স্মরণ করে তার অনবদ্য অবদানকে সম্মান জানানো হয়। সুচিত্রা সেনের জন্মদিনে বাংলা চলচ্চিত্র আজও নতমস্তকে শ্রদ্ধা জানায় এই কিংবদন্তিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।