সুড়ঙ্গ খুঁড়ে জুয়েলারিতে চুরি

আন্তর্জাতিক ডেস্ক : ড্রেনের মধ্যদিয়ে ১০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে জুয়েলারিতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার গহনা খোয়া গেছে বলে জানা গেছে। মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের মিরাটে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে: উত্তরপ্রদেশের মিরাটে একটি ড্রেন দিয়ে ১০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে একটি দোকান থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি করেছে একদল চোর। মঙ্গলবার সকালে জুয়েলারি শোরুমের মালিক যখন দোকান খুলতে আসেন, তখন তিনি একটি সুড়ঙ্গ ড্রেনের মধ্যে দিয়ে দোকানে ঢুকতে দেখেন।

পুলিশ জানায়, চোরেরা দোকানে ঢোকার জন্য ড্রেনের দুর্বল বাউন্ডারি থেকে ইট ও মাটি সরিয়ে সুড়ঙ্গ তৈরি করে।

চাঞ্চল্যকর এই চুরির খবর ছড়িয়ে পড়লে মিরাটের জুয়েলারি পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটি ঐ এলাকায় চতুর্থ চুরির ঘটনা। এ ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানানো হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে।