Advertisement
জুমবাংলা ডেস্ক: আফ্রিকার ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র সুদানকে ৬৫ কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আহ্বানে সাড়া দিয়ে এ অর্থ দেওয়া হয়।
গত মঙ্গলবার (১৫ জুন) এই অর্থ হস্তান্তর করা হয় বলে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার ওআইসির সদস্য বন্ধুরাষ্ট্র সুদানকে ঋণমুক্তি সহায়তা হিসেবে ৫ দশমিক ৩২ মিলিয়ন এসডিআর (প্রায় ৬৫ কোটি টাকা) দিয়েছে।
বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।
গত বছরও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে সোমালিয়ার দারিদ্র্যমুক্তির জন্য আট কোটি টাকার সহায়তা করেছিল বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।