জুমবাংলা ডেস্ক: সুদানের দারফুরে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) রোটেশন-১১ শ্রেষ্ঠ পুলিশ ইউনিটের স্বীকৃতি পেয়েছে।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দারফুরের নিয়ালা সুপার ক্যাম্প সুদান সরকারের নিকট হস্তান্তর অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।
জাতিসংঘের সুদান মিশন প্রধান জেরেমিয়া মামাবোলোর কাছ থেকে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের পক্ষে কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম এ স্বীকৃতি সনদ গ্রহণ করেন।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেশনস্ অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া জানান, সেক্টর সাউথ হেডকোয়ার্টার্স সুপার ক্যাম্পের নিশ্চিদ্র নিরাপত্তা এবং স্থানীয় জনগণ ও পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য তাদের ইউনিটকে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ইউএনএএমআইডি পুলিশ কমিশনার ড. সুলতান তিমুরী, মিশন সার্পোট ডিভিশনের প্রধান প্রেম সিং, নিয়ালা প্রদেশের গর্ভণর মেজর জেনারেল আব্দুল হাসিম, নিয়ালা পুলিশের কমিশনার নিয়াজী সালেহ আহমেদ বাদাওয়িসহ ইউএনএএমআইডি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নিয়ালা সুপার ক্যাম্পে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট ছাড়াও পাকিন্তান, তাঞ্জানিয়া, বুরুকিনা ফাসো ফর্মড পুলিশ ইউনিট কর্মরত ছিল। শুধুমাত্র বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট এ স্বীকৃতি অর্জন করে।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট রোটেশন-১১ গত মে মাসের ২৫ তারিখ নিয়ালা সুপার ক্যাম্পে তাদের কার্যক্রম শুরু করার পর ক্যাম্পের নিরাপত্তা প্রদানের পাশাপাশি স্থানীয় কমিউনিটির দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর আওতায় স্থানীয় মেয়েদেরকে সেলাই এবং মিষ্টি তৈরীর (রসগোল্লা) প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।