জুমবাংলা ডেস্ক: সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘স্পেশাল ড্র-ডাউন অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম।
কুটুম টিম সাইট ও এলফাশের লিজিস্টিক বেজ অপারেশনাল কার্যক্রম সফলভাবে সমাপ্ত করায় ১৫ মার্চ সুদানিজ সময় সকাল ১০টায় উনামিড মিশনের পুলিশ প্রধান ড. সুলতান আজম তিমুরি তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
২০১৯ সালে সুদানের দারফুরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার হিসেবে নিয়ালা টিম সাইটের দায়িত্ব গ্রহণ করেন আব্দুল হালিম। ২০২০ সালের নভেম্বরে নিয়ালা টিম সাইট সফলভাবে সুদানের স্থানীয় সরকারের কাছে হস্তান্তর করে এলফাশের লিজিস্টিক বেজের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এলফাশেরে মিশনের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজ করায় প্রশংসা কুড়ান আব্দুল হালিম। এলফাশেরে শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিচিতি করার লক্ষ্যে বই বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ করাসহ সুদান পুলিশকে বিভিন্ন সহায়তা প্রদান, সংশোধন কারাগারে জীবনমান উন্নয়নে বিভিন্ন আয়মূলক প্রশিক্ষন প্রদান করেন তিনি। তার এসব কাজের স্বীকৃতি হিসেবে উনামিড পুলিশ কমিশনার কর্তৃক ৬ বার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কমান্ডার হন আব্দুল হালিম।
২০২০ সালের অগাস্টে কুটুম টিম সাইটে বেসামরিক লোকদের সুরক্ষা দিতে মাত্র আট ঘন্টার মধ্যে সমস্ত ফোর্স ও লজিস্টিক মালামাল নিয়ে তিনি ফাতাবর্নো ও কাসাব আইডিপি ক্যাম্প নিরাপত্তার দায়িত্ব নেন এবং দীর্ঘ চার মাস ক্যাম্পের বাসিন্দাদের নিরাপত্তা দেন তিনি।
এর আগে, করোনাকালীন সময়ে ব্যতিক্রমধর্মী সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ‘সার্টিফিকেট অফ কমেনডেশন’ পেয়েছেন কমান্ডার আব্দুল হালিম। উনামিড মিশনের বোর্ড অফ ইনকোয়েরির প্রধান মোহাম্মদ জিয়া খান তাকে এই সার্টিফিকেট প্রদান করেন।
অপ্স অফিসার মাসুক মিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বার্তা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে মুজিববর্ষের শুরু থেকে কমান্ডার আব্দুল হালিমের নেতৃত্বে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করি, যা সুদানসহ বিভিন্ন দেশের কাছে প্রশংসিত হয় ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।