জুমবাংলা ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে সুদে ঋণ দেয়া টাকা আদায়কে কেন্দ্র করে ঝগড়া থামাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।
নিহত দেলোয়ার (৪৩) ওই এলাকার তুরাব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একই এলাকার রিকশাচালক তারা মিয়া সুদে টাকা ধার নেন। মঙ্গলবার রাত ৮টার দিকে দেলোয়ারের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউলের সঙ্গে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে দেলোয়ারসহ আরও পাঁচজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহতদের অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠান চিকিৎসক। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ারের মৃত্যু হয়। দেলোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এক নারীসহ চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রাত আটটার দিকে সুদের পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দেলোয়ারসহ পাঁচজন। পরে মেডিকেলে যাওয়ার পথে দেলোয়ারের মৃত্যু হয়। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
গণতন্ত্রকে সবাই মিলে প্রতিষ্ঠা করার বার্তা দিয়ে গেছেন খালেদা জিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।