জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের শাধদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ২৫০ শয্যার হাসপাতালে রোগীরা ভর্তি হন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাস।
তিনি বলেন, ‘গরম এবং ফুড পয়জনিং থেকে এমন সমস্যা হয়েছে, সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
জানা যায়, গত বুধবার রাতে সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের শাধদপুর গ্রামের মৃত প্রানেশ তালুকদারের মেয়ে চন্দনা তালুকদারের সঙ্গে জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ার গাঁও গ্রামের মিহির তালুকদারের বিয়ে হয়। এ বিয়ের অনুষ্ঠোনের খাবার খেয়েই তারা ডায়রিয়ায় আক্রান্ত হন।
হাসপাতালে ভর্তি হওয়া সবাই কনের পক্ষের লোক। এর মধ্যে কনের মা চন্দা রানী তালুকদার ও বড় ভাই শান্ত তালুকদারও রয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আক্রান্তরা জানান, বুধবার দাওয়াত খেলেও গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনেকের পেট ব্যথা শুরু হয়। অনেকের আবার পাতলা পায়খানা শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মোট ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তারা।
কনের খালু জিসু মজুমদার বলেন, ‘কী কারণে এমন হলো কিছুই বুঝতে পারছি না। আমার নিজেরও পেটে ব্যথা ছিল। পরে ওষুধ খেয়েছি। এখনও পেটে ব্যথা রয়েছে।‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।