Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সুনামগঞ্জে বেড়িবাঁধই হুমকির মুখে
    জাতীয় বিভাগীয় সংবাদ সিলেট

    সুনামগঞ্জে বেড়িবাঁধই হুমকির মুখে

    জুমবাংলা নিউজ ডেস্কJanuary 20, 2020Updated:January 20, 20204 Mins Read
    Advertisement

    অরুন চক্রবর্তী, ইউএনবি (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাংলার হাওরের ডুবন্ত বেড়িবাঁধ প্রতি বছরই পাহাড়ি ঢলে ভেঙে যায়। পাউবোর লাখ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন হলেও হাওরে ফসলহানি ঠেকানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

    পিআইসি গঠন করে ভাঙাচুরা ভরাটসহ সড়ক সংস্কার কাজ করা হয় ঠিকই, কিন্তু এতে কাজের কাজ কিছুই হয় না। ঢলের তোড়ে সরকারের লাখ লাখ টাকার প্রকল্প ভেসে যায়।

    এটি কেবল ফসল রক্ষা বাঁধই নয়, উপজেলার মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয় ও হাওরপাড়ের কয়েকটি গ্রামের সংযোগ সড়কও। বছর বছর মাটি কাটা হলেও বর্ষা শুরু হলেই ভেঙে গিয়ে ফসলহানি ঘটে কৃষকের কপাল পুড়ে যায় এই হাওরে।

    বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে হাওরপাড়ের একমাত্র ওই সড়কটিও চলাচলের অযোগ্য হয়ে পড়ে। উপজেলার সোনাপুর, নুরপুর, ভূজনা গ্রাম হতে প্রতিনিয়ত স্কুলের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করতে হয়।

     

    স্থানীয়রা জানান, প্রতি বছর ডুবন্ত ওই বেড়িবাঁধে দায়সারা মাটি ভরাট ও মেরামত কাজ না করে আবুড়া বেড়িবাঁধ নির্মাণ করা হলে এবং পেটফুলায় হোল্ডার-২ এ একটি স্লুইসগেট নির্মাণ করা হলে হাওরের ফসল রক্ষা বাঁধ কাম চলাচল ওই সড়কটি বাঁচানো সম্ভব হবে।

    চলতি মৌসুমে ডুবন্ত এই বেড়িবাঁধে পিআইসি নং ২৯ ও ৩০ এ মোট দুটি প্রকল্পে ৩৫ লাখ ৪৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তার মধ্যে কাংলার হাওরের হোল্ডার নাম্বার-২এ ৩০ নং পিআইসিতে মোট ৪ শত মিটার ডুবন্ত বাঁধের ভাঙা বন্ধকরণ ও পুনরাবৃত্তিকরণ কাজে ১০ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

    এ প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। একইভাবে কাংলার হাওর হোল্ডার নাম্বার-২এ ২৯ নং পিআইসির ডুবন্ত বাঁধের ২২ শত মিটার কাজে ২৪ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ প্রকল্পের কাজও বর্তমানে চলমান রয়েছে।

    এ বছর দুটি প্রকল্পই একটি ডুবন্ত বেড়িবাঁধে বাস্তবায়ন করা হচ্ছে।

    নুরপুর থেকে আলীপুর মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয় পর্যন্ত আবুড়া বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণ এবং স্লুইসগেট নির্মাণে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন এই এলাকার কৃষক ও জনসাধারণ। কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

    সরেজমিনে ইউএনবি প্রতিনিধি দেখেন, কাংলার হাওরের পিআইসি নং ৩০ হোল্ডার-২ এ ডুবন্ত বেড়িবাঁধের চলমান কাজ চলছে অনেকটা দায়সারাভাবে। পাউবোর নিয়ম অনুযায়ী যে মাপের ভিত্তিতে কাজ করার কথা সেভাবে করা হচ্ছে না। বাঁধের একেবারে নিকট থেকে বড় বড় গর্ত করে এস্কেভেটর দিয়ে মাটি তুলে বাঁধ ভরাট করা হচ্ছে, যা খোদ বাঁধের জন্যই হুমকি স্বরূপ।

    সংশ্লিষ্ট পিআইসি ওই প্রকল্পের ৮০ ভাগ মাটি কাটার কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করলেও বাস্তবে ২০-২৫ ভাগ কাজ এখনও সম্পন্ন হয়নি। তাছাড়া পূর্বের সড়ক কেটে অগোছালোভাবেই নতুন করে মাটি ফেলা হচ্ছে। মাটি ভরাট ব্যতিত পূর্বের সড়কে ৩-৪ ইঞ্চি পানি মিশ্রিত কাদা মাটি ফেলেই দায়সারা পুনরাবৃত্তির কাজ সম্পন্ন করার অভিযোগ ওঠেছে।

    স্থানীয় নূরপুর গ্রামের বাসিন্দা হাফিজ আবুবকর বলেন, এটি কেবল বেড়িবাঁধই নয় হাওরপাড়ের কয়েকটি গ্রামের চলাচল একমাত্র রাস্তাও বটে। বর্তমানে যেভাবে পূর্বের সড়কের নিকট থেকে বড় বড় গর্ত করে মাটি কেটে সড়কে ফেলা হচ্ছে এতে বেড়িবাঁধের কোনো কাজে আসবে না। তাছাড়া বৃষ্টি হলেই কাদা মাটিগুলো সরে গিয়ে পুরো বাঁধটিই হুমকির মুখে পড়বে।

    প্রকল্পের পিআইসি আব্দুর রহিম জানান, এ পর্যন্ত ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছেন। তিনিই একমাত্র পিআইসি যিনি প্রতি বছর সবার চেয়ে ভালো কাজ করেন এবং কাজ সম্পন্ন করেই বিল উত্তোলন করেন। আর এ কারণে প্রতি বছরই তিনি পিআইসির সভাপতি নিযুক্ত হন।

    এ দিকে একই বাঁধের ২৯ নং পিআইসির কাজও চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটি ফসল রক্ষা বাঁধ এবং তাদের চলাচলের একমাত্র সড়ক। প্রতি বছর এভাবে দায়সারা ডুবন্ত বাঁধের কাজ না করে আবুড়া বেড়িবাঁধ ও পেটফুলায় স্লুইসগেট নির্মাণ করা হলে কৃষকরা হাওরের ফসলহানি থেকে রক্ষা পাবে এবং তাদের দুর্ভোগও কমে আসবে।

    সংশ্লিষ্ট প্রকল্পের পিআইসি ইউপি সদস্য আলী নুর বলেন, এখানকার বাসিন্দাদের দাবি ডুবন্ত না হয়ে আবুড়া বেড়িবাঁধ হবে। ‘কিন্তু পাউবো ডুবন্ত বেড়িবাঁধের প্রকল্প দিয়েছে, আমরা কিভাবে আবুড়া বেড়িবাঁধ নির্মাণ করব,’ বলেন তিনি।

    তিনি জানান, পাউবোর নিয়ম অনুযায়ী মাটি ভরাট ও পুনরাবৃত্তির কাজ করছেন। এ পর্যন্ত প্রায় ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কাজ সম্পন্ন করতে পারবেন বলেও জানান।

    এ ব্যাপারে দোয়ারাবাজার পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শমসের আলী মন্টু বলেন, ‘প্রতিটি প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা আমরা খতিয়ে দেখবো। কোথাও কোনো অনিয়ম হলে তাদের বিল আটকে দেয়া হবে।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    Pilot

    উত্তরায় বিমান বিধ্বস্ত : লাইফ সাপোর্টে পাইলট

    July 21, 2025
    3 Jon

    গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের

    July 21, 2025
    নিহত বেড়ে ৩

    উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩, বার্ন ইনস্টিটিউটে ৬০ জন

    July 21, 2025
    সর্বশেষ খবর
    ক্যানসার আক্রান্ত দীপিকা

    সহজেই পর্দায় ফেরা হচ্ছে না ক্যানসার আক্রান্ত দীপিকার

    Vivo X100

    Vivo X100: শক্তিশালী ক্যামেরা ও ফিচারের ফোনে দুর্দান্ত অফার!

    বিমান বিধ্বস্ত

    বিমান বিধ্বস্ত: উদ্ধারকাজে দলীয় নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

    Pilot

    উত্তরায় বিমান বিধ্বস্ত : লাইফ সাপোর্টে পাইলট

    চাকরির প্রস্তুতির পড়ালেখার রুটিন

    চাকরির প্রস্তুতির পড়ালেখার রুটিন: সফল হওয়ার কৌশল

    3 Jon

    গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের

    ওয়েব সিরিজ হট

    খোলামেলা রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, একা দেখুন!

    নিহত বেড়ে ৩

    উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩, বার্ন ইনস্টিটিউটে ৬০ জন

    116_1572025_111144373

    বেলাই বিল গিলে খাচ্ছে ভূমিদস্যুরা

    সড়ক দুর্ঘটনায় নিহত বিক্রয় প্রতিনিধির পরিবারকে ‘নগদ’-এর আর্থিক সহায়তা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.