Advertisement
জুমবাংলা ডেস্ক: সুনামগঞ্জে ট্রাক চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেল জমিরুল হক নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের।
শনিবার সকালে ময়নাতদন্ত শেষে সদর মডেল থানা পুলিশ ওই বৃদ্ধেও মরদেহ পরিবারের নিকট সমঝে দিয়েছেন। নিহত জমিরুল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর সদরের মৃত আবদুস ছক্তারের ছেলে।
শরিবার সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, পারিবারিক কাজে বৃদ্ধ জমিরুল হক জেলা শহরের আসার পর শুক্রবার বিকালে সড়ক পারাপার হতে গেলে শহরের সার্কিট হাউসের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিলেটগামী একটি ট্রাকের ধাক্কায় এর চাকায় পৃষ্ঠ হয়ে তিনি তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবরপেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্তলে এসে ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার দু’জন কৌশলে পালিয়ে যায়। সূত্র: পিবিএ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।