জাপানে রাতের শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠার পর উপকূলজুড়ে জারি করা সব সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।
জাপানে সোমবার রাতে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রথমে জারি করা সুনামি সতর্কতা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের পরপরই উত্তরাঞ্চলীয় আইওয়াতে, হোকাইদো ও অমোরিসহ বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলে হাজারো মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
সংবাদমাধ্যম এনএইচকে জানায়, আবহাওয়া বিভাগ পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে সব সতর্কতা প্রত্যাহার করেছে। এর আগেও, গত জুলাইয়ে রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে অনুরূপ সতর্কতা জারি করা হয়েছিল।
স্থানীয় সময় সোমবার রাত ১১টা ১৫ মিনিটে উপকূলের কাছে উৎপত্তি হওয়া এই ভূকম্পনে অন্তত ২৩ জন আহত হয়েছেন। অমোরিতে প্রায় দুই হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল অমোরি উপকূল থেকে প্রায় ৫৩ কিলোমিটার গভীরে। প্রধান কম্পনের পর আরও দুটি আফটারশক— ৫ দশমিক ৫ ও ৫ মাত্রার— অনুভূত হয়, যা আতঙ্ক বাড়িয়ে তোলে।
তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দারা সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পর ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উচ্চতার ঢেউ আছড়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



