জুমবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। শুক্রবার (২ এপ্রিল) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া বন বিভাগ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সকল নৌযান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে জানান সুলতান আহমেদ।
এর আগে করোনা নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা দেয়। তারই প্রেক্ষিতে দেশের সকল পর্যটন কেন্দ্র এবং পর্যটন সংশ্লিষ্ট হোটেল মোটেল ২ সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।