স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার ক্রিস গেইল শুধুমাত্র নিজের ব্যাটিংয়ের কারণেই গোটা ক্রিকেট বিশ্বে স্বনামধন্য নন, তিনি যেভাবে নিজের জীবনযাপন করেন; সেকারণেও অনেকবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। বর্তমানে গেইল লিজেন্ডস লিগে গুজরাট জায়ান্টসের হয়ে খেলছেন। সেহওয়াগের নেতৃত্বে গুজরাট জায়ান্টস ইতিমধ্যেই প্লে অফের যোগ্যতা অর্জন করেছেন। সোমবার বরকতউল্লাহ স্টেডিয়ামে তারা এলিমিনেটর রাউন্ডে অংশগ্রহণ করবে।
কিন্তু, সেই ম্যাচের আগে গোটা দলকে গরবা নাইটে বিশেষ মেজাজে নবরাত্রি উৎসব পালন করতে দেখা গেল। এই রাতেই বীরেন্দ্র সেহওয়াগ এবং ক্রিস গেইল সহ দলের বাকি সদস্যদেরও দুর্দান্ত পোশাকে দেখতে পাওয়া গেল। অন্যদিকে, সুন্দরী মহিলাদের সঙ্গে গরবা নেচে সবাইকে কার্যত তাক লাগিয়ে দিলেন ক্রিস গেইল। ইতিমধ্যেই গুজরাট জায়ান্টস নিজেদের টুইটার হ্যান্ডলে সেই ভিডিওটি শেয়ার করেছে। ফ্যানেরাও রীতিমতো উপভোগ করছেন।
ভিলওয়াড়া কিংসের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন ক্রিস গেইল
গত ৩০ সেপ্টেম্বর ভিলওয়াড়া কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাট জায়ান্টস। এই ম্যাচে ইউনিভার্স বস ৬৮ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন। কিন্তু, গেইলের এই দুরন্ত ইনিংসে জল ঢেলে দেয় পাঠান ব্রাদার্স। এই দুই ভাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে ভিলওয়াড়া কিংস ৫ উইকেটে জিতে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে।
ক্রিস গেইল বরাবরই নিজের দিলখোলা মেজাজের জন্য প্রসিদ্ধ। ঢোলের তালে ‘ইউনিভার্স বস’ জমিয়ে নিজের কোমর দোলালেন। সেইসঙ্গে গরবার স্থানীয় পোশাকে অন্য মহিলাদেরও নাচ করতে দেখা যায়। লিজেন্ডস লিগ খেলার জন্য গুজরাট জায়ান্টস আপাতত যোধপুরে রয়েছে। গেইল এবং সেহওয়াগ ছাড়াও এই দলে রয়েছেন পার্থিব প্যাটেল, কেভিন ও ব্রায়ান, গ্রায়েম সোয়ান, রিচার্ড লেভি এবং অজন্তা মেন্ডিস।
IPL-এ গেইল মোট ৩৫৭টি ছক্কা মেরেছেন, যা ইতিহাসে সবথেকে বেশি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ডও গেইলের নামে। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলার সময় গেইল RCB-র বিপক্ষে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ক্রিস গেইল IPL-এ ১৪২টা ম্যাচে ৪৯৬৫ রান করেছেন। IPL-এ ৬টি শতরান করেছেন তিনি। এটাই সর্বোচ্চ শতরান। তাঁর পরেই আছেন বিরাট কোহলি। তিনি ৫টি শতরান করেছেন।
এবার IPL-এ নিলামের জন্য নিজের নাম লেখাননি গেইল। যা দেখে চমকে গিয়েছিলেন সমর্থকরা। টি-২০ ক্রিকেটের সঙ্গে যিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই গেইলের না থাকা IPL-এ বিনোদনে যা বড় ধাক্কা। ২০০৮ সাল থেকে টানা IPL খেলে গেছেন তিনি। চোট আঘাত ছাড়া তিনি কোনও ম্যাচে বসেননি। বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন গেইল। যেই দলেই গেছেন সেখানে নিজের দাপট বজায় রেখেছেন। তবে কেন তিনি নিলামে না লেখালেন না, তা জানাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।