সুন্দরী প্রতিযোগিতায় মাঠ মাতাচ্ছেন জেসিয়া

জেসিয়া ইসলাম

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল জেসিয়া ইসলামের ক্যারিয়ার। এরপর একাধিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি কম্বোডিয়ায় অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এই সুন্দরী র‍্যাম্প মডেল।

জেসিয়া ইসলাম

বিশ্বের ৭৫টি দেশের প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন জেসিয়া। প্রতিদিনই নিজের ফেসবুকে প্রতিযোগিতার নানা কার্যক্রমের আপডেট জানাচ্ছেন তিনি। দর্শকদের ভোট ও বিচারকদের সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত পর্বে মনোনয়ন দেওয়া হবে ২০ জনকে। ২৫ অক্টোবর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত হবে সেরা ১০। তাই সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ভোট চেয়েছেন জেসিয়া। চলুন, একনজরে এই লাস্যময়ী, সুন্দরী মডেলের কিছু লুক দেখে আসি।

জেসিয়া

সিকুইন সজ্জিত হল্টারনেকের লাইম গ্রিন গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন জেসিয়া। বিশেষ আকর্ষণ কাড়ছে গাউনের কাটআউট নকশা। ‘বাংলাদেশ’ লেখা স্যাশ পরেছেন সঙ্গে তিনি।