সুপার শপের কেনাকাটায় ভ্যাট বসিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ধরনের ভ্যাট বসানোর ফলে দেশজুড়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে মনে হচ্ছে অতিরিক্ত ৭ শতাংশ ভ্যাট তুলে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ধরনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এ সিদ্ধান্ত অফিশিয়ালি বাস্তবায়ন হলে সাধারণ ক্রেতাদের বাড়তি কর দিতে হবে না। কেননা ভ্যাট বসালে অতিরিক্ত করের বোঝা ব্যবসায়ী নয় বরং সাধারণ ক্রেতাদের ওপর পড়ে। জানা গেছে পণ্যের গায়ে যে মূল্য লেখা থাকে সেটা পরিশোধ করতে পারলেই যথেষ্ট।
এ বিষয়ে এনবিআর ও সুপারশপ মালিকদের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই জারি হতে পারে প্রজ্ঞাপন। সবশেষ বাজেটে সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়। সুপারশপে বিভিন্ন পণ্যে ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকে। মালিকেরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন।
এছাড়া উৎপাদন পর্যায়ে যেসব পণ্যে ভ্যাট নেই, সেগুলোর ক্ষেত্রে সুপারশপের মালিকেরা ভ্যাট দেবেন না। আটা, ময়দা, আদা ইত্যাদি পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই। তবে এ জন্য সুপারশপের মালিকদের ভ্যাটের চালান দেয় এমন প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।