গত ২৪ বছরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যত রেকর্ড করেছেন সুপারস্টার শাকিব খান

বিনোদন ডেস্ক: দেশীয় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের সিনেমায় অভিনয় করে দর্শককে মাতিয়ে রেখেছেন এ অভিনেতা।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে।

১৯৯৯ সালে গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে শাকিব খানের। তবে দর্শকের মনে কিং খানের রাজত্ব পান ২০০৭ সাল থেকে।

ঢাকাই সিনেমার শীর্ষে থাকা এ অভিনেতা তার দক্ষ অভিনয়গুণে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার জনপ্রিয়তা এখন শুধু দেশেই আটকে নেই, দক্ষ অভিনয়শৈলী দিয়ে টালিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন গুড লুকিংয়ের এ অভিনেতা।

১৯৯৯ সালে চলচ্চিত্রে অভিষেক থেকে শুরু করে ২০২৩ সাল অর্থ্যাৎ গত ২৪ বছরে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রেকর্ড করেছেন সুপারস্টার শাকিব খান। জন্মদিনে সেসব রেকর্ডগুলো একনজরে দেখে নিন:

  • বাংলাদেশে সবচেয়ে বেশি বর্ষসেরা গ্রোসার সিনেমা দেবার রেকর্ড।
  • সবচেয়ে বেশি হিট দেয়া লিস্টে শীর্ষ ৫ এর একজন শাকিব খান।
  • সবচেয়ে বেশি ওপেনিং রেকর্ড।
  • বাংলাদেশের অভিনেতাদের ভিতর সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড।
  • দুই বাংলা মিলিয়ে ইউটিউবে শাকিব খানের সিনেমার গানের ভিউজ সবচেয়ে বেশি।
  • গত ২৪ বছরে সবচেয়ে বেশি মেরিল প্রথম আলো পুরষ্কার (৮ বার) এবং জাতীয় পুরষ্কার জয়ী অভিনেতা (৪ বার)।
  • বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে লীড রোলে বেশি ঈদ রিলিজ হয়েছে শাকিব খানের সিনেমা। তার ৯৬ টি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে।
  • বাংলাদেশী তারকাদের ভিতর ঈদে সবচেয়ে বেশি ৭০+ ব্যবসাসফল ও হিট সিনেমা দিয়েছেন শাকিব
  • বাংলাদেশী তারকাদের ভিতর সবচেয়ে বেশি ঈদ ক্ল্যাশ উইনার শাকিব।
  • আলমগীর শাবানা জুটির পর বাংলাদেশে হিরো – হিরোইন হিসাবে তৃতীয় সর্বচ্চ সংখ্যক সিনেমা দেওয়া জুটি শাকিব – অপু। (৭১ সিনেমা)
  • শাকিব – মিশা হিরো – ভিলেন জুটি হিসাবে ১২৭ টি সিনেমা করেছে যা ঢাকাই সিনেমায় সর্বোচ্চ।
  • সবচেয়ে কম সময়ে বেশি হিট স্কোর করা বাংলাদেশের সেরা তিন নায়ক – ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম দের সাথে এই জেনারেশনে শাকিব আছেন।
  • বাংলাদেশের সিনে তারকাদের ভিতর অন্যতম সুদর্শন অভিনেতা।
  • সবচেয়ে লংটাইম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা হিরো (১৭ বছর)
  • এক ঈদে সর্বচ্চ ৫ টি ব্যবসাসফল সিনেমা দিয়ে অল টাইম রেকর্ড।
  • গত দুই দশকে টিভিতে সবচেয়ে বেশি TRP Rating তার সিনেমায়।
  • বাংলাদেশী অভিনেতা হয়ে ভারতে কাজ করে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান।
  • ইলিয়াস কাঞ্চনের পর এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ব্যবসাসফল সিনেমা দেবার রেকর্ড শাকিব খানের।
  • বাংলাদেশের সবচেয়ে বেশি ব্রান্ড ভ্যালু ও সম্পদশালী অভিনেতা।
  • বাংলাদেশি সিনেমার অভিনেতাদে ভিতর সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ফলোয়ার শাকিব খানের।
  • ২০০৬ -১০ এই ৫ বছরে ৭৭ টি সিনেমা রিলিজ হয়েছিলো শাকিব খানের। তার মাঝে ৬৫+ হিট।বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এভাবে টানা ৫ বছর কেউ হিট দিতে পারে নি।

তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত

রমজানে খোলামেলা ছবি প্রকাশ করে আলোচনায় নুসরাত ফারিয়া