যুগ যুগ ধরে নারীর গ্ল্যামার চলচ্চিত্র জগতে বাণিজ্যিক পুঁজি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বেশ কিছু হলিউড সিনেমায় এমন কিছু নারীর চরিত্র দেখা যায় যারা নিজেদেরকে অন্যরকম ভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এ সকল নারী ন্যায় ও অধিকারের পক্ষ অবলম্বন করেছেন।
এরকম সিনেমা রয়েছে যেখানে নারী অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে সক্ষম হয়েছে। তারা মর্যাদা ও আত্মসম্মানের জন্য লড়াই করেছে। এ ধরনের কিছু হলিউড সিনেমা আজকে তুলে ধরা হবে। যদি ’ব্ল্যাক উইডো’ সিনেমার কথা বলা হয় তাহলে দেখা যাবে এখানে নারী চরিত্র নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
যত বাধা এবং প্রতিকূলতা আসুক না কেন সবকিছুকে ছাপিয়ে তিনি বিজয়ের দেখা পেয়েছেন। পুরুষের পাশাপাশি নারী চরিত্র তার আত্মসম্মান নিয়ে সামনে এগিয়ে যেতে পারে এরকম দৃষ্টান্ত এই সিনেমা। ডিজনি ফিল্ম এর মোয়ানা চরিত্র সবাই পছন্দ করেছে।
একটি দ্বীপকে বাঁচানোর জন্য নারী চরিত্রের সংগ্রাম এবং লড়াই এখানে তুলে ধরা হয়েছে। চার বোনের গল্প নিয়ে ’লিটল উইমেন’ সিনেমাটি উপস্থাপন করা হয়েছে। ৯২ তম অস্কারে ছয়টি মনোনয়ন পেয়েছেন এই সিনেমাটি। ’ওয়ান্ডার ওম্যান’ সিনেমাটি সুপারহিরোর সংজ্ঞা বদলে দিয়েছে।
আগে সুপারহিরো বলতে শুধু পুরুষ চরিত্রকে বোঝানো হতো। এখন নারীর চরিত্র এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে। ’ওয়ান্ডার ওম্যান’ সিনেমা বক্স অফিসে রাজত্ব করেছে দীর্ঘদিন। তাছাড়া ’মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স’ সাম্প্রতিক সময়ে ’ক্যাপ্টেন মার্ভেল’ সিনেমার যে সিরিজ করেছে সেখানেও নারী চরিত্রের বিকাশ হতে দেখা যায়।
ওয়ান্ডার ওম্যান সিনেমার মতো ক্যাপ্টেন মার্ভেল নারী চরিত্র সিনেমা জগতে অন্যরকম দৃষ্টান্ত উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ক্যাপ্টেন মার্ভেল চরিত্র বিশ্বকে জানিয়ে দিয়েছে যে, সুপারহিরো মানেই শুধু পুরুষ নয়। নারীও পৃথিবীকে রক্ষায় কাজ করতে পারে। এ সকল সিনেমা প্রমাণ করেছে যে, সিনেমার কেন্দ্রের চরিত্র শুধু পুরুষ নয় বরং নারীও হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।