নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা ও মানবতার সেবায় আমরা’ এই স্লোগানকে সামনে রেখে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাক্ষরজ্ঞান ও আরবি শিক্ষা কার্যক্রম শুরু করেছে লাকী জাগরণ ফাউন্ডেশন।
শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডি ১ নম্বর সোবহানবাগে লাকী জাগরণ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের সামনে নারীদের মাঝে খাতা, পেন্সিল ও মাস্ক বিতরণ করেন সংগঠনটির চেয়ারম্যান লাকী আহমেদ।
লাকী জাগরণ ফাউন্ডেশন থেকে দুস্থ, অসহায় নারীদের প্রশিক্ষণসহ অর্থসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সংগঠনটির চেয়ারম্যান লাকী আহমেদ।
তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি বিশ্বে রোল মডেল হয়ে আছে। ঘরে-বাইরে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সর্বত্রই নারীর অংশগ্রহণ। এখন নারীরা আর তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় নয়। তারা সকল নিপীড়ন, নির্যাতনকে মোকাবেলা করে অগ্রসর হচ্ছে।
উল্লেখ্য, লাকী জাগরণ ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সমাজের সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অসহায়-নির্যাতিত মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।