স্পোর্টস ডেস্ক: আগামী মাসে ভারত সফরের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন শ্রীলংকান ফাস্ট বোলার সুরঙ্গ লাকমাল। অবসরের পর তিনি ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারে যোগ দিবেন বলে আজ কর্মকর্তারা জানিয়েছেন।
৩৪ বছর বয়সি লাকমাল এ পর্যন্ত লংকান দলের হয়ে ৬৮ টেস্টে ১৬৮ উইকেট শিকার করেছেন। তন্মধ্যে পাঁচ ম্যাচে লংকান দলের নেতৃত্বও দিয়েছেন তিনি।
এদিকে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, তারা লাকমালের সঙ্গে দুইবছরের চুক্তি স্বাক্ষর করেছে। সেখানে সাবেক লংকান কোচ মিকি আর্থারের সঙ্গে যুক্ত হবেন তিনি।
এক টুইট বার্তায় আর্থার বলেছেন,‘ এই চুক্তি স্বাক্ষরে আমি খুবই খুশি। তিনি একজন শীর্ষ বোলার। এখানে আমাদের তরুণ পেসারদের উন্নতিতে সহযোগিতা করতে পারবেন।’
লংকান কর্মকর্তারা বলেছেন, ২০১০ সালে অভিষেক হওয়া লাকমালকে অবশ্য ভারতের বিপক্ষে দুই টেস্টে পাওয়া যাবে। আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা বলেছেন, তিনি ভারত সফরে লাকমালের পারফর্মেন্স দেখার অপেক্ষায় রয়েছেন। তবে ‘নির্বাচকরা যদি সফরের জন্য তাকে বিবেচনায় আনেন’ তবেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।