নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাঁরা কোনো ধরনের অতিরিক্ত সুযোগ-সুবিধা দাবি করেন না; বরং ন্যায়বিচারই তাঁদের একমাত্র দাবি। তাঁর অভিযোগ, আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী নাগরিক হিসেবে যে ন্যায্য সুবিধা পাওয়ার কথা, তা থেকে বঞ্চিত হয়েছেন। একটি মিথ্যা মামলার মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া চৌরঙ্গীরপাড় এলাকায় জামিনে মুক্তি পাওয়া সুরভীর বাসায় তাঁকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে প্রশাসনের পক্ষ থেকে যেন সুরভীর বিরুদ্ধে কোনো নেতিবাচক অবস্থান নেওয়া না হয়।
এর আগে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় সুরভীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যায় তাঁর বিরুদ্ধে দেওয়া দুই দিনের রিমান্ডের আদেশ বাতিল করেন আদালত। অতিরিক্ত জেলা দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে সুরভীর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগে একই দিন দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ‘ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
জামিনে মুক্তি পাওয়ার পর সুরভী টঙ্গীর নিজ বাসায় ফিরলে গভীর রাতেই তাঁকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


