বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে। রিয়ার আইনজীবীর দাবি, সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং নাকি রিয়ার ‘শ্লীলতাহানি’ করেছেন।
মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের পরিবারের বিরুদ্ধে অফিশিয়াল স্টেটমেন্ট প্রকাশ করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে। সেখানে তিনি দাবি করেন, রিয়ার সঙ্গে সুশান্তের বন্ধুত্ব এবং সম্পর্ক দীর্ঘদিনের। সুশান্তের ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে তারা একসঙ্গে থাকতেন। রিয়ার সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়ানোর আগে সুশান্ত তার বোন প্রিয়াঙ্কা সিং এবং দোলাভাই সিদ্ধার্থ সিংয়ের সঙ্গে থাকতেন। রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর প্রিয়াঙ্কা এবং সিদ্ধার্থ সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে যান। তবে প্রায়শই প্রিয়াঙ্কা ভাইয়ের ফ্ল্যাটে এসে হাজির হতেন।
প্রিয়াঙ্কা যখন একবার সুশান্তের ফ্ল্যাটে হাজির হন, ওই সময় রিয়ার সঙ্গে তিনি একটি পার্টিতে হাজির হন। পার্টি থেকে মত্ত হয়ে ফেরার পর সুশান্তের সঙ্গে বসে আবার মদ্যপান করেন। এরপর রিয়া তাদের ছেড়ে সুশান্তের ঘরে গিয়ে একা ঘুমিয়ে পড়েন। মাঝ রাতে অস্বস্তি বোধ করায়, রিয়া দেখতে পান তার পাশে রয়েছেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, অন্ধকারে রিয়াকে খুঁজে পাওয়ার জন্য তিনি হাতড়াতে শুরু করেন বলেও দাবি করেন অভিনেত্রীর আইনজীবী। এরপরই সতীশ মানশিন্ডে দাবি করেন, ওই রাতে রিয়া চক্রবর্তীর ‘শ্লীলতাহানি’ করেন সুশান্তের দিদি।
রিয়া তৎক্ষণাৎ প্রিয়াঙ্কাকে সেই ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। পরদিন ওই ঘটনাকে কেন্দ্র করে রিয়ার সঙ্গে সুশান্তের রাগারাগি শুরু হয়ে যায় এবং প্রিয়াঙ্কা ভাইয়ের ফ্ল্যাট ছেড়ে চলে যান বলে দাবি করেন সতীশ মানশিন্ডে। ওই ঘটনার পর থেকেই রিয়ার সঙ্গে সুশান্তের পরিবারের দূরত্ব বাড়তে শুরু করে। এরফলেই সুশান্তের মৃত্যুর পর তার শেষ যাত্রায় যে ২০ জনের তালিকা তৈরি করা হয় পরিবারের পক্ষ থেকে, সেখান থেকে বাদ দেওয়া হয় রিয়ার নাম। এমনই দাবি করা হয় অভিনেত্রীর আইনজীবীর পক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।