Advertisement
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত আর আমাদের মাঝে নেই। রবিবার (১৪) সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় তার মরদেহ। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। পরবর্তীতে ময়নাতদন্তেও আত্নহত্যার কধা উল্লেখ করা হয়।
এদিকে সুশান্ত সিংয়ের ক্যারিয়ার গ্রাফ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে বিস্ফোরক টুইট করে বসেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম।
সঞ্জয় লেখেন, ছিছোড়ে ছবি বক্স অফিসে হিটের পর সুশান্ত মোট ৭টি ছবি সই করেছিলেন। কিন্তু ৬ মাসের মধ্যে সেই সবগুলো ছবি তার হাত থেকে ফসকে যায়। বলিউডের মানুষেরা এতটাই নিষ্ঠুর। আর এই নিষ্ঠুরতাই সুশান্তের মৃত্যুর কারণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।