বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে উঠে আসছে নানা মত। কেউ বলছেন, সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন, সেকারণেই আত্মহত্যা। আবার কেউ সুশান্তের মৃত্যুর পিছনে অন্য রহস্যের কথা বলছেন। কঙ্গনা রানাওয়াত সুশান্তের মৃত্যুর ঘটনায় দায়ি করেছেন বলিউডের প্রভাবশালীদের। একই ভাবে সুশান্তের মৃত্যুর পর শেখর কাপুরের টুইটও অন্য কথা বলছে।
পরিচালক শেখর কাপুর লিখেছেন, ”আমি জানতাম তুমি কী যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছো। আমি সেই খারাপ মানুষগুলির কথা জানতাম, যাঁরা তোমায় টেনে নিচে নামাতে চেয়েছিল। তুমি আমার কাঁধে মাথা রেখে কাঁদতে পারতে। আমার গত ৬ মাস যদি তোমার সঙ্গে থাকতাম, তাহলে খুব ভালো হতো। যদি তুমি আমার কাছে পৌঁছতে পারতে ভালো হতো। যা ঘটেছে, সেটা তোমার কর্মফল নয়। ”
সুশান্তের ঠিক মৃত্যুর পরপরই একটি টুইটে শেখর কাপুর লিখেছিলেন, ”প্রিয় সুশান্ত তোমার অনেক কিছু দেওয়ার ছিল। হয়ত পৃথিবী তোমার বিশ্বাসের উপর নির্ভর করে না। তোমার এভাবে চলে যাওয়া ঠিক হয়নি।… ”
শেখর কাপুরের এই টুইটের উত্তরে এক ব্যক্তি লিখেছেন, ”মুখ খুলুন স্যার। এক বিদেহী আত্মার জন্য আপনিই কিছু করতে পারেন। আপনার কথা অন্য ভুক্তভোগীদের সাহসী করবে। আর যদি না বলে, তাহলে হয়তবা আরও এক সুশান্তের জন্য ভবিষ্যৎ-এ আফসোস করতে হবে।”
আরও একটি টুইটে ওই ব্যক্তি লিখেছেন, ”বলিউড মাফিয়াদের ভয় পাবেন না। গোটা দেশ আপনাকে সমর্থন করবে। আমরাও আপনার পাশে আছি। আপনি মুখ খুলুন। সুশান্তের বলার জায়গা ছিল না, তবে আপনার আছে। আমি জানি আপনার অনেক বন্ধু আপনাকে টেনে নিয়ে যাবে। কিন্তু আপনি ধর্মের পথ বেছে নিন। কর্ণ হবে না। এটা অধর্ম। ”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।