বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই।
শুক্রবার (২৮ আগস্ট) মুম্বাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রিয়ার ভাই শৌভিককেও অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শুরু হওয়ার ১৪ ঘণ্টা পরে রাত ১টা নাগাদ শেষ হয় শৌভিকের ম্যারাথন জেরাপর্ব। তবে শৌভিক নতুন কি তথ্য দিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। এর আগে ইডি-র মুখোমুখিও হয়েছেন দুই ভাইবোন।
সুশান্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো, রিয়ার। তার মৃত্যুর জন্য রিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ দিনই সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিও সিবিআই কার্যালয়ে হাজিরা দেন। এছাড়া সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। আলাদা আলাদা জেরা করে প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, গেলো ২০ অগাস্ট থেকে সুশান্ত মামলার তদন্ত শুরু করে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল। সুশান্তের বান্ধবী রিয়া গেলো ৮ই জুন অভিনেতার মুম্বাইয়ের ফ্ল্যাট ছেড়ে চলে যান। এর কয়েকদিন পর ১৪ই জুন ওই ফ্ল্যাট থেকেই সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
বৃহস্পতিবার রিয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি চলে যাওয়ার পর সুশান্ত তাকে আর ফেরানোর চেষ্টা করেননি। এই মৃত্যুর সঙ্গে তাকে জড়িয়ে ‘কাহিনী রচনা’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।