বলিউডে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনায় বির্তক যেন পিছু ছাড়ছেনা বলিউড অভিনেতাদের। ইতোমধ্যে সালমান খানসহ কয়েকজনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মামলাও করা হয়েছে। বাদ যাননি করণ জোহরও। তবে স্বজনপোষণ বিতর্কের জেরে মুম্বাই অ্যাকাডেমি অফ দ্য মুভিং ইমেজ এর বোর্ড থেকে ইস্তফা চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন করণ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বি-টাউনে ‘নেপোটিজম’ বিতর্কে ক্রমাগত আক্রমণের মুখে পড়েছেন করণ। আর এই বিতর্কের জেরেই করণ এমএএমআই ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
‘পিঙ্কভিলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, করণ তাঁর ইস্তফাপত্র এমএএমআই বোর্ডের পরিচালক স্মৃতি কিরণের কাছে জমা দিয়েছেন। নেপোটিজম বিতর্কে করণ বলিউডের কোনও তারকাকেই পাশে পাননি। আর সে কারণেই কিছুটা মর্মাহত হয়েই করণ এই সিদ্ধান্ত নিয়েছেন মনে করছেন অনেকে। এমনকি এ ষয়ে করণকে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করতে বলে বোর্ডের সভাপতি দীপিকা পাড়ুকোনও কেঝেওকে অনেক বোঝানোর চেষ্টা করেন।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বি-টাউনে নেপোটিজন বিতর্কে লাগাতার আক্রমণের মুখে পড়তে হয়েছে করণ জোহরকে। এমনকি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে তাঁর শো ‘কফি উইথ করণ’। এমনকি বিতর্কের জেরে এই শো বন্ধ হয়ে যেতে পারে বলেও শোনা যাচ্ছে।
যদিও কঠিন পরিস্থিতিতে করণ ঘনিষ্ঠ আলিয়া ভাট, বরুণ ধাওয়ানসহ করণ প্রায় কাউকেই পাশে পাননি। আর এ কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



