বিনোদন ডেস্ক : বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বেশ কয়েকটি স্বপ্ন ছিল। তার মধ্যে একটা হচ্ছে ১ হাজার গাছ লাগানো। বেঁচে থাকতে তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। এবার তার সেই স্বপ্নটি পূরণ করলেন তারই সব ভক্ত।
তবে ১ হাজার গাছ নয়, প্রিয় অভিনেতার স্বপ্নপূরণে সপ্তাহব্যাপী ১ লাখেরও বেশি চারা লাগানোর কাজ সম্পন্ন করেছেন ভক্তরা। সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি ইনস্ট্রাগ্রামে খরটি জানিয়েছেন। গাছ লাগানোর একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্টেও করেছেনে তিনি।
প্ল্যান্ট ফর সুশান্ত সিং রাজপুত হ্যাশট্যাগ দিয়ে শ্বেতা লিখেছেন, বিশ্ব ব্যাপী ১ লাখেরও বেশি গাছ লাগানো হয়েছে। ধন্যবাদ স্বপ্নপূরণের জন্য।
দুই মিনিটের সেই ভিডিওতে গাছ লাগানোর কাজে অনেককেই অংশগ্রহণ করতে দেখা গেছে। এর মধ্যে সুশান্তের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে এবং বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা মুকেশ ছাব্রাও উপস্থিত ছিলেন।
রোববার অঙ্কিতা নিজেও চারা লাগানোর ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। প্ল্যান্ট ফর সুশান্ত সিং রাজপুত হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, তার স্বপ্নগুলো পূরণ করার মাধ্যমেই তাকে আমরা মনে রাখতে পারি। এর আগে অঙ্কিতা নিজেই নার্সারি থেকে গাছ কেনেন এবং সুশান্তের ভক্তদের গাছ লাগাতে অনুরোধ করেন। তিনি আরও লেখেন, সুশান্তের ৫০ টি স্বপ্নের মধ্যে একটি ছিল ১ হাজার গাছ লাগানো। আমার পক্ষ থেকে চেষ্টা করেছি তার স্বপ্ন পূরণে অবদান রাখতে। আশা করি অন্যরাও এতে অংশ নেবেন। সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।