বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুত মৃত্যু নিয়ে কঙ্গনা রানাউতই প্রথম কোন বলিউড অভিনেত্রী যিনি কথা বলেছিলেন। সুশান্তের মৃত্যুর পিছনে বলিউডের নেপোটিজম, গ্রুপিংকে দায়ি করেছেন তিনি।
জিজ্ঞাসাবাদের জন্য এবার মুম্বাই পুলিশ তলব করলো কঙ্গনা রানাউতকে। লকডাউন ও সংক্রমণের কারণে অভিনেত্রীএখন হিমাচল প্রদেশের পৈতৃক ভিটেতে রয়েছেন। বয়ান রেকর্ড করাতে তাকে বান্দ্রা থানায় আসতে বলেছেন তদন্তকারীরা।
Advertisement
অভিনেত্রীর আইনজীবী এই সমনের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘১৭ই মার্চ থেকে অভিনেত্রী সিমলায়। উনি পুলিশকে অনুরোধ করেছেন একটা দলকে হিমাচলে পাঠাতে। রাজ্য পুলিশের সঙ্গে কথা বলে আমার মক্কেল ওই দলের সঙ্গে যোগাযোগ করে বয়ান রেকর্ড করাবেন।’ এখনও পর্যন্ত এই ঘটনায় প্রায় ৪০ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।