বিনোদন ডেস্ক : কী হয়েছিল ছেলেটার? কেন চোখ ভরা স্বপ্ন আর অপূর্ণ অনেক সাধ নিয়ে এ ভাবে চলে গেল? এই প্রশ্নই যেন থামছে না দেশবাসীর । আর সেখানেই বারবার উঠে আসছে একাধিক কারণ । মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত । এি তত্ত্ব এখন সকলের জানা । কিন্তু সেই গভীর অবসাদের পিছনে কারণ কী? বলিউডের হৃদয়হীনতা, নেপোটিজমের বাড়বাড়ন্ত, এলিট ক্লাসের উন্নাসিকতা এসবই কী ধীরে ধীরে সুশান্ত সিং রাজপুতকে ঠেলে দিল মৃত্যুর দিকে ? সুশান্তের মৃত্যু স্পষ্টতই দুই ভাগে ভাগ করে দিয়েছে বলিউডকে । একদিকে ইন্ডাস্ট্রিতে নেপোটিজমের ধ্বজা ওড়ানো, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো তারকাকূল । অন্যদিকে, বলিউডের এই স্বার্থপরতাকে চোখে আঙুল দিয়ে দেখানো বাকিরা । সুশান্তের মৃত্যুতে ট্যুইট করে শোক জ্ঞাপন করেছেন করণ জোহর, আলিয়া ভাটের মতো তারকারা । প্রকাশ্যেই এই সব তারকার শোককে কুমিরের কান্না বলছেন বিরোধী গ্রুপ ।
সম্প্রতি ভাইরাল হয়েছে করণের ‘কফি উইথ করণ’-এর একটি ক্লিপিংস । আলিয়া, বরুণ ধাওয়ান আর সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন সেই শোয়ে । সেখানে আলিয়াকে তিন নায়কের নাম নিয়ে সঞ্চালক করণ, আলিয়াকে জিজ্ঞেস করেন তিনি কার সঙ্গে ডেটে যেতে চান এবং কাকে বিয়ে করতে চান আর কাকে মেরে ফেলতে চান। আলিয়ার মেরে ফেলার তালিকায় নাম ছিল সুশান্তের। ছোট একটা সরি বলার পর একচোট হেসেছিলেন আলিয়া। আবার সুশান্তের নাম শুনে আলিয়া বলেছিলেন, “সুশান্ত সিং রাজপুত! এ আবার কে?”
সুশান্তের মৃত্যুতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের দিকেই আঙুল তুলেছেন করণ । কেন তিনি সুশান্তের সঙ্গে যোগাযোগ রাখেননি, তা নিয়ে নিজেকে দোষারোপও করেছেন । আবার আলিয়াও লেখেন, ‘আমার বলার কোনও ভাষা নেই, কতটা গভীর যন্ত্রণা এটা ....।’ এরপরেই নেটিজেনরা কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেন দুই তারকাকে । #boycottbollywood-এর পাশাপাশি #nepotisminbollywood-এর ঝড় উঠেছে টুইটারে।
I’m in a deep state of shock.
No matter how much I think about it, I don’t have the words.
I’m totally devastated.
You've left us too soon.
You will be missed by each and every one of us.
My deepest condolences to Sushant's family, loved ones, and his fans. 🙏— Alia Bhatt (@aliaa08) June 14, 2020
গত কয়েক মাস ধরে অসহ্য কষ্ট সহ্য করছিলেন সুশান্ত । মানসিক ভাবে ভেঙেচুরে যাচ্ছিলেন । নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন তিনি । তাঁর ঘনিষ্ঠরা বলছেন, কারও সঙ্গে মিশতেন না, কথা বলতে চাইতেন । নিজের তৈরি কারাগারে নিজেকেই বন্দি বানিয়ে নিযেছিলেন তিনি । একটি সাক্ষাৎকারে দুঃখ করে বলেছিলেন- “কেউ আমায় পার্টিতে ডাকে না। বলিউড আমায় কেন আপন করে নেয় না কে জানে। নিজেকে সবসময় বাইরের মনে হয়।”
বলিউডকে এক হাত নিয়ে আক্রমণ করেছেন বহু তারকাও ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।