Advertisement
বিনোদন ডেস্ক : লকডাউনের মধ্যে, করোনার আবহে চারিদিকের দুঃসংবাদের মধ্যে এল এক সুসংবাদ। এবার মা হতে চলেছেন আনুশকা শর্মা। আর এদিন এই খুশির খবর ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর স্বামী বিরাট। এক টুইটে আনুশকা সঙ্গে তাঁর ছবি শেয়ার করে বিরাট জানিয়েছেন আগামী ২০২১ সালের জানুয়ারি মাসে কোহলি পরিবারের ঘর আলো করে আসছে নবাগত।
উল্লেখ্য, এই খবর সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় আসতেই যতটা উচ্ছ্বসিত আনুশকা ভক্তরা ,ততটাই খুশি বিরাটের ফ্যানকূল। সবমিলিয়ে আপাতত এই সেলেব দম্পতিকে নিয়ে নেট পাড়া এদিন সকাল থেকেই উচ্ছ্বসিত হতে থাকে। বিরাট এদিন একটি টুইটে অনুষ্কার সঙ্গে তাঁর ছবি পোস্ট করেন।
যেখানে দেখা যাচ্ছে কালো গাউনে আনুশকা আরও বেশি ঝলমলে। এমনকি বেবি বাম্পও শো করেছেন বলিউডের তারকা অভিনেত্রী। সবমিলিয়ে আপাতত দারুণ খুশির হাওয়া শর্মা ও কোহলি পরিবারে।
\
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।