স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে কুড়িয়েছেন নানান খ্যাতি, গড়েছেন রেকর্ডের রেকর্ড, বরাবরই বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে করছেন রাজত্ব।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩৭ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে আফগানিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিব বাহিনী। এই জয়ের পাশাপাশি নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে লাল-সবুজেরা।
এদিকে আফগান বধের পর সাকিব বাঘিনীর সামনে এবার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় মাঠে নামবে দল দুটি।
তবে এই ম্যাচের আগেই সুসংবাদ পেয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। আবুধাবি টি-টেন লিগের আসন্ন মৌসুমেও বাংলা টাইগার্সের জার্সিতে খেলবেন এই অলরাউন্ডার।
এই টুর্নামেন্টের গেল আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলেছিলেন সাকিব। আগামী মৌসুমের জন্যও তাকে দলে রেখেছে বাংলা টাইগার্স।
আসন্ন মৌসুমের জন্য প্রতিটি দলই নিজেদের রিটেইনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে সাকিবকে রিটেইন করেছে বাংলা টাইগার্স। সাকিব ছাড়াও মাথিশা পাথিরানা, ইফতিখার আহমেদ এবং রোহান মুস্তাফাকেও ধরে রেখেছে বাংলা টাইগার্স। এ ছাড়া প্রি-সাইনিংয়ে ইউসুফ পাঠানকে দলে নিয়েছে তারা।
এবারের আবুধাবি টি-১০ ক্রিকেটে অংশ নেবে ৮টি দল। সেগুলো হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবুধাবি।
এবারের খেলোয়াড় ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন তামিম ইকবাল।
তামিম ছাড়াও ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। তার সঙ্গে রয়েছেন আদিল রাশিদ, ক্রিস লিন ও মোহাম্মদ নবিদের মতো তারকারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।