স্পোর্টস ডেস্ক : কলকাতা টেস্টের প্রথমদিন মাথায় আঘাত পাওয়া দুই ক্রিকেটারের সিটি স্ক্যান রিপোর্ট এসেছে। চিন্তা বাড়ানোর মতো কোনো ইনজুরি নেই কারো। তবে লিটন দাসের ‘হালকা মাথাব্যথা’ আছে।
লিটন এবং নাঈম হাসানকে কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে নেওয়া হয়। সেখানকার সিইও রুপালি বসু বলেন, ‘পরীক্ষার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। সিটি স্ক্যান কিংবা অন্য কোনো পরীক্ষায় কোনো ইনজুরি ধরা পড়েনি। লিটন দাস হালকা মাথাব্যথার কথা বলেছেন।’
লিটনের মতো নাঈমের হেলমেটে আঘাত হানে মোহাম্মদ শামির বল। ২৭ বলে ২৪ করার পর লিটন ব্যাট না করলেও নাঈম চালিয়ে যান।
লিটনকে উঠিয়ে ওই সময় কনকাশন বদলি হিসেবে মিরাজকে খেলানো হয়। পরে নাঈমের জায়গায় ফিল্ডিং করতে নামেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
অন্যদের যাওয়া-আসার মাঝে এই দুই ব্যাটসম্যান কিছুটা সাবলীল ব্যাটিং করার চেষ্টা করেন। লিটন ফেরার পর পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নাঈম ব্যাকফুটে দক্ষতার ছাপ রাখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ২৮ বলে ১৯ রানে ফেরেন। এই সময়ে চারটি চার হাঁকান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।