জুমবাংলা ডেস্ক :দুই দিনে (১৬ ও ১৭ জুন) পুলিশের আরো ৫২ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য করোনাভাইরাসকে জয় করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করার পর বিশেজ্ঞ চিকিৎসক তাদের করোনা মুক্ত ও সুস্থ ঘোষণা করেন।
বুধবার (১৭ জুন) রাতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, বুধবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদের বিদায় জানান।
করোনায় আক্রান্ত সদস্যরা কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ হাসপাতাল (সিপিএইচ) ছাড়াও বিভাগীয় আধুনিক হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।
আক্রান্ত পুলিশ সদস্যদের বিষয়ে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত চার সহস্রাধিকের বেশি করোনায় আক্রান্ত পুলিশ সদস্য করোনা মুক্ত হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পুনরায় পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।