বিনোদন ডেস্ক : বাবার পরিচয় ছাড়াও নিজের জায়গাটি আস্তে আস্তে পাকাপোক্ত করছেন শাহরুখকন্যা সুহানা খান। তার সম্পর্কের গুঞ্জনও বলিপাড়ার সকলের জানা। এবার শোনা যাচ্ছে তাকে বাদ দিয়ে নতুন একজনকে মন দিয়েছেন সুহানার প্রেমিক অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
অগস্ত্য নন্দার সঙ্গে নাম জড়িয়েছে দাপুটে তারকা ডিম্পল-রাজেশকন্যা রিঙ্কি খান্নার মেয়ের। লাস্যময়ী এই কিশোরী স্টারকিডদেরই একজন।
রিঙ্কিকন্যা এরই মধ্যে সবার নজর কেড়েছেন। বিভিন্ন তারকা অনুষ্ঠানে তাকে দেখা যায়। বলিউডে অভিষেকও ঘটছে তার।
রিঙ্কি খান্নার মেয়ে নওমিকা সরণের সঙ্গে অমিতাভের নাতির সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
নওমিকাকে মাঝেমধ্যেই দেখা যায় তার নানী ডিম্পলের সঙ্গে। সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতিও পেয়েছেন তিনি। সম্প্রতি, তাকে দেখা যায় সদ্য মুক্তি পাওয়া ‘স্কাই ফোর্স’-এর প্রিমিয়ারে।
ডিম্পল কাপাডিয়ার সঙ্গে নওমিকাকে দেখে ফ্রেমবন্দি করেন পাপারাজ্জিরা। সেই ছবি, ভিডিও ছড়িয়ে পড়তেই কৌতুহলি হয়ে উঠেছেন নেটিজেনরা। একইসঙ্গে তারকার নাতনির বলিউড অভিষেক নিয়েও প্রশ্ন উঠেছিল।
মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, জগদীপ সিধুর পরিচালনায় ‘ম্যাডক ফিল্মস’-এর ব্যানারে আসছে একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি। সেখানেই অভিষেক হচ্ছে নওমিকার।
তার বিপরীতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করেননি নির্মাতারা। তবে নওমিকার সঙ্গে অগস্ত্যর জুটি বাঁধার এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে বলিউডের অন্দরে।
কারণ কথিত প্রেমিকা সুহানার সঙ্গে আজকাল আর দেখা মিলছে না অমিতাভের নাতির। ফলে বলিপাড়ায় নতুন গুঞ্জন, নওমিকাকেই মন দিয়েছেন অগস্ত্য। যে কারণে একসঙ্গে সিনেমায় অভিনয়ে পা রাখছেন তারা।
এদিকে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ সিনেমায় দেখা যাবে সুহানাকে। এতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। নির্মাতার এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।