স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্তব্ধ বিশ্ব। থমকে গেছে ক্রীড়াঙ্গন। বন্ধ ক্রিকেট, এক বছর করে পিছিয়ে গেছে, ইউরো কাপ, কোপা আমেরিকা ও টোকিও অলিম্পিক।
এমন পরিস্থিতিতে অক্টোবর-নভেম্বরে আস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা দানা বাঁধছে। যদিও আইসিসি’র নির্বাহী কমিটির মিটিং শেষে নির্যাস সূচি মেনেই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ করতে তৎপর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)।
আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না আইসিসি। যদিও অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারোন ফিঞ্চ মনে করেন, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাবে করোনাভাইরাসের কারণে।
গেল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কনফারেন্স কলে আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়ে গেছে। বৈঠকে আইসিসি’র ১২টি পূর্ণ সদস্য দেশ এবং তিনটি অ্যাসোসিয়েট সদস্য দেশের সিইও’রা কোভিড-১৯ এর বিরুদ্ধে একযোগে লড়াই করার ব্যাপারে উদ্যোগী হন। তবে বর্তমান পরিস্থিতি নিয়েই বেশি আলোচনা হয় গতকালের বৈঠকে।
ICC update following Chief Executives' meeting https://t.co/et1BjDfnXw
— ICC Media (@ICCMediaComms) April 23, 2020
বৈঠকে বলা হয়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২১ সালের আইসিসি ওমেনস বিশ্বকাপ সূচি মেনেই হবে। ফিউচার ট্যুর প্রোগ্রাম এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের সূচি নিয়ে অবশ্য পরে বৈঠকের মাধ্যমে আবার আলোচনা করা হবে।
১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। মারণ ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসিও। এখন পর্যন্ত সূচি মেনেই বিশ্বকাপের প্রস্তুতির কাজ এগোচ্ছে স্থানীয় আয়োজক কমিটি। সবদিক বিবেচনা করে আগস্ট মাসে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।