Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সূর্যডিম থেকে ড্রাগন, বছরে বিক্রি ৫০ কোটি টাকা
    Suggest Entertainment News অর্থনীতি-ব্যবসা

    সূর্যডিম থেকে ড্রাগন, বছরে বিক্রি ৫০ কোটি টাকা

    Sibbir OsmanJuly 17, 2022Updated:July 18, 20224 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: ফলের স্বর্গরাজ্য বিজয়নগর। পরিচিত কিংবা প্রচলিত কোন ফলটা নেই এখানে? এমন প্রশ্নের উত্তরে তালিকাটা বেশ ছোট হবে। দেশি, বিদেশি যেকোনো ধরনের ফলের জন্যই যেন বিজয়নগরের মাটি বেশ উপযোগী। এখানকার মাটিকে অনেকে সোনার সঙ্গে তুলনা করেন। দৈনিক কালের কন্ঠের প্রতিবেদক বিশ্বজিৎ পাল বাবু-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।

    মানচিত্র বলছে, ভারত সীমান্তবর্তী একটি উপজেলা বিজয়নগর। ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্বপ্রান্তে অবস্থিত এ উপজেলা। জেলা শহর থেকে উপজেলা সদরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সরাসরি রেল যোগাযোগ না থাকায় সড়ক ও নৌ-পথই জেলা থেকে এ উপজেলায় যাওয়ার প্রধান পরিবহনব্যবস্থা।

    সংশ্লিষ্টদের কাছ থেকে প্রাপ্ত হিসাবমতে, এ উপজেলায় প্রতিবছর অর্ধশত কোটি টাকার বিভিন্ন ফল উৎপাদন হয়। ভিন্নতায় হবে অর্ধশত ফল। উৎপাদিত ফলের মধ্যে লিচু, কাঁঠাল, আম, জাম, মালটা, কমলাসহ দেশি জাতের পাশাপাশি বিদেশি জাতের আপেল, আঙ্গুর, ড্রাগনও রয়েছে। এসব ফলের বেশিরভাগই এখন চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে।

    ফলের এ রাজ্যে ‘নয়াদামান’ লটকন। বাণিজ্যিকভাবে লটকন চাষ হচ্ছে এ উপজেলায়। এ বছর প্রায় ১৮ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। পাকতে শুরু করা লটকন বিক্রিও করছেন চাষিরা। লটকনের পাইকারি দর ৭০ থেকে ৮০ টাকা কেজি। এ বছর কোটি টাকার মতো লটকন বিক্রির সম্ভাবনা আছে। ফলন ভালো হচ্ছে বিধায় লটকন চাষ নিয়ে আগ্রহ বাড়ছে চাষিদের মধ্যে। তৎপর আছেন কৃষি অফিসের সংশ্লিষ্টরা।
    সূর্যডিম থেকে ড্রাগন
    লটকনের অনেক পুষ্টি ও ওষধিগুণ রয়েছে। ভিটামিন ‘সি’তে ভরপুর এ ফল, যা প্রতিদিনের খাবারের তালিকায় রাখা যায়। ১০০ গ্রাম পাকা লটকনে আছে খাদ্যশক্তি ৯১ কিলোক্যালোরি, যা কাঁঠালের প্রায় দ্বিগুণ। এছাড়া আমিষ ১.৪২ গ্রাম, চর্বি ০.৪৫ গ্রাম, ভিটামিন-সি ৫৫ মিলিগ্রাম, ভিটামিন-বি ১-১০. ০৪ মিলিগ্রাম, ভিটামিন-বি ২-০ রয়েছে। লটকনের বৈজ্ঞানিক নাম ব্যাকারিয়াস্যাপাডিয়া। ইংরেজিতে লটকনকে বলা হয় বার্মিজ গ্রেপ। বাংলাদেশে লটকন এলাকাভেদে বিভিন্ন নামে পরিচিত। যেমন হাড় ফাটা, ভুবি, কানাইজু, লটকা, লটকাউ, লোটকা ইত্যাদি। নরসিংদীতে সবচেয়ে বেশি লটকনের উৎপাদন হয়।

    এ বছর জেলার নয় উপজেলা মিলিয়ে প্রায় ৮৫০ হেক্টর জমিতে কাঁঠাল হয় যার অর্ধেকের বেশি বিজয়নগর উপজেলাতেই। ১০ কোটি টাকার বেশি কাঁঠাল বিক্রি হবে এ উপজেলাতে। এ বছর এখানে উৎপাদিত লিচু ১৫ কোটি টাকার বেশি বিক্রি হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায়। মোট ৪১৪ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়।

    মৌসুমি ফল লিচু, কাঁঠাল, আম কেনার জন্য উপজেলার আউলিয়া বাজারে ছুটে আসেন আশেপাশের একাধিক জেলার ক্রেতারা। প্রায় দুই সপ্তাহের জন্য আউলিয়া বাজার ভোর থেকে বেলা ৮টা-৯টা পর্যন্ত লিচুর ক্রেতা-বিক্রেতায় সরগরম থাকে।

    বিজয়নগরের কিছু অংশ পাহাড়ি এলাকা। এমন একটি এলাকার নাম পাহাড়পুর। উপজেলার ১৮ হেক্টর জমির লটকনের মধ্যে পাহাড়পুরেই প্রায় ১০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। আখাউড়ার বাইপাস সড়ক হয়ে পাহাড়পুর যেতে বেগ পেতে হয় ভাঙাচোরা সড়কের কারণে। ওই ইউনিয়নসহ আশেপাশের এলাকাতে যাওয়ার সময় ফলের আবাদের ব্যাপকতা চোখে পড়ে। বিভিন্ন সড়কের দু’ধারে থাকা সারি সারি কাঁঠাল গাছের দৃশ্য যেন প্রকৃতিতে নতুন করে চেনায়। কেউ গাছ থেকে কাঁঠাল নামাচ্ছেন তো কেউ নামিয়ে স্তুপ করে রেখেছেন। পাইকারি ক্রেতা ও খুচরা বিক্রেতাদরেকে পিকআপ ভ্যান ও রিকশাভ্যানে করে কাঁঠাল নিয়ে যেতে দেখা যায়। এছাড়া বিভিন্ন বাগানে গেলে মাঝারি আকারের সবুজ রংয়ের মালটা চোখে পড়ে, যা আরো মাস দু’য়েক পর পরিপক্ক হবে।

    একেবারে ভারত সীমান্ত ঘেঁষা বামুটিয়া গ্রামের লটকন চাষি তোফাজ্জল হোসেনে বাগানে যেতে মোটর সাইকেল রাখতে হয় কয়েকশ’ গজ দূরে। পাহাড়ি পথ হেঁটে তোফাজ্জেল হোসেনের বাহারি ফলের বাগান। মালটা, লটকন, কমলা, কয়েক জাতের আম ও লিচু, কাঁঠাল, লটকন, ড্রাগন, সৌদির খেজুর, পেঁপে- কী নেই তোফাজ্জল হোসেনের বাগানে। পৃথিবীর সবচেয়ে দামি আম ‘মিয়াজাকি’ ধরে আছে তার বাগানে। মিয়াজাকি বাংলাদেশে ‘সূর্যডিম’ আম হিসেবে পরিচিত।

    কথা হলে তোফাজ্জল হোসেন এ প্রতিবেদককে বলেন, লটকন চাষ খুব সহজ। অযত্ন-অবহেলাতেও লটকন গাছ বেড়ে উঠে। তবে লটকনের চারা লাগানোর সময় জায়গা বাছাই করতে হয় নিয়ম মেনে। পানি আটকায় না ও ছায়াযুক্ত এলাকা লটকনের জন্য উপযুক্ত।

    সেজামুড়া গ্রামের চাষি আব্দুল হাসিম চাষি। সাত সকালে গিয়ে দেখা যায়, পানি চলাচল নির্বিঘ্ন করতে তিনি ড্রেন কাটছেন। নিজ বাড়ির ঠিক পাশেই আব্দুল হাসিমের লটকন বাগানে চোখজুড়ানো দৃশ্য। বেশ কয়েকটি গাছে গোড়া থেকে আগা পর্যন্ত লটকন ধরে আছে।

    আব্দুল হাসিম বলেন, ১০০ গাছ আছে আমার বাগানে। এ পর্যন্ত ১৫-২০ হাজার টাকার লটকন বিক্রি করেছি। পাইকাররা এসে লটকন নিয়ে যায়। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার পাশাপাশি স্থানীয় বাজারের পাইকাররা বাগানে আসেন লটকন নিতে। ‘ তিনি জানান, তার বাগানের কিছু লিচু গাছ নষ্ট হয়ে গেছে। আগেই লিচু কিনে রাখা পাইকাররা ভালো ফলনের আশায় গাছে কেমিক্যাল দিলে লিচু গাছ মরে যায়। এখন ওই জায়গাতেও লটকন লাগানোর পরিকল্পনা করছেন।

    কথা হয় পাহাড়পুর ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলমের সঙ্গে। এ প্রতিবেদককে তিনি বলেন, মাটির গুণের কারণে বিজয়নগরে সব ধরনের ফলের ভালো ফলন হয়। গত কয়েক বছর ধরে চাষিরা সুমিষ্ট ফল লটকনের প্রতি ঝুঁকেছেন। এবারও লটকনের ভালো ফলন হয়েছে। পাহাড়পুর ইউনিয়নেই ১০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। প্রতি হেক্টরে কমপক্ষে দুই থেকে আড়াইশ লটকনের চারা লাগানো যায়। একেকটি পূর্ণাঙ্গ গাছে ৮০ থেকে ১০০ কেজি লটকন পাওয়া যায়। কম যত্ন করেও ভালো ফলন বিধায় আমরা চাষিদেরকে লটকন চাষে আগ্রহ বাড়াতে কাজ করছি। প্রত্যকের বাড়ির অন্য গাছের ছায়ায় একটি করে হলেও লটকনের চারা লাগানোর জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি।

    আরেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাদিউল ইসলাম সৃজন বলেন, ফলের জন্য উর্বর ভূমি বিজয়নগর উপজেলা। দেশি, বিদেশি সব জাতের ফলই এখানে বাণিজ্যিভাবে উৎপাদিত হচ্ছে। কৃষি অফিস থেকে সাধ্যমত সব ধরনের সহযোগিতা করা হয় চাষিদেরকে।

    ১০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন দু’ভাই, আজ ১৫০ কোটি টাকার কোম্পানির মালিক

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ৫০ entertainment news suggest অর্থনীতি-ব্যবসা কোটি টাকা ড্রাগন থেকে বছরে বিক্রি সূর্যডিম
    Related Posts
    Hilsha

    কেজিতে ৬০০ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম

    August 16, 2025
    Onion Import

    ৮ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

    August 16, 2025
    bKash

    এনজিও-র কিস্তি নিয়ে বিকাশ গ্রাহকদের জন্য বড় সুখবর

    August 15, 2025
    সর্বশেষ খবর
    চালের দাম

    ভারতের বাজারে প্রায় ১৪% বেড়ে গেল চালের দাম

    অ্যাশেজ

    নেইমারের বাসায় বাজছে অ্যাশেজ ব্যান্ডের গান

    রেস

    কুষ্টিয়ায় ১০ মোটরসাইকেল নিয়ে নিজেদের মধ্যে রেস, প্রাণ গেল দুই বন্ধুর

    কোকা-কোলা

    যুক্তরাজ্যে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হলো কোকা-কোলার ক্যানজাত পানীয়

    পারপ্লেক্সিটি

    চ্যাটজিপিটি নাকি পারপ্লেক্সিটি, কোনটিতে পাওয়া যাবে বেশি সুবিধা!

    দুই তরুণ উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টার দায়িত্ব ছাড়ার গুঞ্জন

    মাহি

    প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই: মাহি

    বিএনপি

    চাঁদাবাজ-দখলবাজদের বিএনপিতে কোনো ঠাঁই নেই : শামা ওবায়েদ

    ইসলাম

    ভ্রাতৃত্বের বন্ধন অক্ষুণ্ন রাখার শিক্ষা দেয় ইসলাম

    তারেক

    বিএনপি ধর্মীয় সহিষ্ণুতা অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.